নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন আরও ৯ জন

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুন ১, ২০২০

অনলাইন ডেস্ক : মরণঘাতী করোনা যুদ্ধে জয়ী হয়ে নওগাঁয় আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর-ই-মুর্শেদ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৭২ জন।

তারা হলেন, বদলগাছী উপজেলার মনজিল হোসেন ও আকলিমা বিবি, পত্নীতলা উপজেলার আনজুমান আরা, শফিক, শাহাদাত, বাবুল, মানিক, মুরাদ ও নওগাঁ সদরের প্রজ্ঞা মজুমদার।

ডেপুটি সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ওই ৯ জনকে ১৪ দিন হোম আইসোলেশনে রেখে চিকিৎসার দেওয়া হয়। ১৪ দিন পর প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। এরপর তারা পূর্ণ সুস্থ্য হওয়ায় রোববার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময় করোনা জয়ীদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।