যশোরে পাশের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

রোববার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, রোববার বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পেরেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পর দিন অর্থাৎ সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে।