মির্জাপুর ক্যাডেট কলেজে বিজ্ঞানের সবাই জিপিএ-৫ পেয়েছে

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫২ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। রোববার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জনা গেছে। এতে আন্দন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, রহমান, আশিক, আনজুম, কোয়ারিব, উমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদুল্লাহ, নাফিস, আবিদ, সামি, রুশদি, ওয়াশিক, রিয়ন, মাহিবুল্লাহ, সিয়াম, কায়েস, মোবাচ্ছির, রিহাদ, আবির, সুষময়, রোহান, রোবায়েদ, জাহিন, আশরাফ, সারোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অর্জন, মাহফুজ, তাসিন, মুহতাসিন, নাফিস, তানভীর, মোশারথ, হাসান, ওয়ালী, সাদমান, মনি।

এ বিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম-শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিবাবকদের আন্তরিকতায় এই ফলাফল। আশা করি পরবর্তী দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।