শিল্পপতি আব্দুল মোনেমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : দেশ বরেণ্য শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আব্দুল মোনেম খান ছিলেন দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মোনেম।