‘তরল বর্জ্য শোধনাগার না থাকলে কারখানা বন্ধ’

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

ন্যিউজ ডেস্কঃ   শিল্প-কারখানায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকবে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি বলেন, ঢাকার চারপাশে নদ-নদী দখল ও দূষণমুক্ত করতে শিল্পবর্জ্য ফেলা বন্ধ করা হবে। দেশের নদ-নদী অবৈধ দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর।রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএম ব্যবস্থাপনায় থাকবে ৫২৮০ সেনা সদস্য

নৌ প্রতিমন্ত্রী বলেন, কাউকে প্রতিপক্ষ নয়, সবার বৃহত্তর স্বার্থে নদী দখলমুক্ত করতে শক্তিপ্রয়োগ অব্যাহত থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য শোধিত বর্জ্য ফেলতে সচেতনতা বাড়াতে হবে।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী রক্ষা কমিশন সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে একটি বই করেছে। এখন এটার ওপর মন্তব্য করার সুযোগ সবারই আছে। এটা নিয়ে কারও আপত্তি থাকলে সেটা জানানোর সুযোগও আছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করবো। আমরা কাউকে জোরপূর্বক অপরাধের জায়গায় নিতে চাই না।