মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার এক হোটেলে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরিফ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর একটি হোটেলে অভিজান চালিয়ে পটিয়ার শান্তিরহাটের মোঃ ইব্রাহীম(২৫) এবং রাউজান রাবার বাগানের বিপ্লব হোসেন (২৮) কে আটক করি ।

আটককৃতদের দেহতল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্বার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে