ধোবাউড়ায় ফাঁসিতে ঝুঁলে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়া থানায় কর্মরত উপ-সহকারী পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছেন ধোবাউড়া থানা পুলিশ।

জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপ-সহকারী পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শফিকুল ইসলামের প্রথম স্ত্রী ও সন্তান থাকার পরও মাহিনুর আক্তার সুমি (৩২) প্রেমের সর্ম্পকের কারণে প্রথম স্বামীর ঘরে এক সন্তান রেখে এসে দ্বিতীয় বার মোঃ শফিকুল ইসলামের সাথে নিকাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পারিবারিক অশান্তির কারণে শফিকের সাথে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ মোল্লা জানান, পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখন পর্যন্ত মৃতের মা-বাবা বা অন্য কোন আত্নীয়র সন্ধান পাইনি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।