নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী এবং এক গাড়ী চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় তাদের দুইজনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারের ব্যবসায়ী (৬০) ও মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার মতিপুর এলাকায় গাড়ী চালক (৩৮) মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে নোয়াখালী পৌরসভা মতিপুরের বাসিন্দা ৩৮বছর বয়সী ওই ব্যক্তি নিজ বাড়ীতে মারা যান। তিনি পেশায় একজন গাড়ী চালক ছিলেন। রাতে মৃত্যু হলেও বিষয়টি আমাদের পরে জানানো হয়েছে। তাই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি, তবে তার পরিবারের লোকজনের নমুনা নেওয়া হবে। একটি সামাজিক সংগঠনের মাধ্যমে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, বাংলা বাজারের একজন গার্মেন্টস ব্যবসায়ী ঈদের ২-৩দিন আগ থেকে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজারে অবস্থিত তার বাসায় ছিলেন। বুধবার ভোরে নিজ বাসায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করোনা উপসর্গ নিয়েদুইজনের মৃত্যুনোয়াখালীতে