শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

অনলাইন ডেস্ক ; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদের দিন সোমবার (২৫ মে) বিকেলে ফোন করে এ শুভেচ্ছা জানান মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, বিকেলে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে, গত ২৯ এপ্রিল বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী এবং জনগণকে মাহে রমজানের মোবারকবাদ জানান।