ওআইসির যুব রাজধানী স্বীকৃতি উদযাপনে বছরব্যাপী কর্মসূচি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ স্টাফ রিপোর্টার : ২০২০ সালে ওআইসির যুব রাজধানী হিসাবে ঢাকা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই স্বীকৃতি উদযাপনে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে সরকার। রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসির যুব রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা আমাদের ও বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের। ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তার সার্বিক সহযোগিতার জন্য। আমি ইসলামিক কো-অপারেশন যুব ফোরামকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের উপর আস্থা রাখার জন্য। এছাড়া এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষে অত্যন্ত সফলভাবে ওআইসির যুব রাজধানীর স্বীকৃতি উদযাপন করতে সমর্থ হবো। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি এবং বছরব্যাপী আয়োজিত হতে যাওয়া বিভিন্ন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট ১০টি ইভেন্টের আয়োজন করা হলে এ বছর ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে যুব সমাবেশ, ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ও জাতির পিতার জন্মশতবর্ষকে রাঙাতে ২০২০ সালে ঢাকাকে ওআইসির যুব রাজধানী হিসেবে ঘোষণার মধ্যে বিশ্ববাসী ঢাকাকে নতুনভাবে জানবে। ওআইসির যুব রাজধানী প্রোগ্রাম আয়োজনের জন্য বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ প্রাথমিকভাবে ১০টি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আটটি লিড মিনিস্ট্রি এবং ২০টি কো-লিড মিনিস্ট্রি ইভেন্টগুলো বাস্তবায়ন করবে। প্রথমবারের মতো এই আয়োজনে ৫৭টি দেশের প্রতিটি থেকে অন্তত একজন অংশগ্রহণ করবে। ১০টি ইভেন্টে প্রতিটিতে অন্তত ১০ জন অংশগ্রহণ করবে। ‘আমরা পারছি, আমাদের সক্ষমতা রয়েছে এটি দেখানোর জন্য বিভিন্ন দেশকেও আমন্ত্রণ জানানো হবে,’ জানান প্রতিমন্ত্রী। আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল : রিটার্নিং কর্মকর্তা Share this:FacebookX Related posts: রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি দেশগুলোর সহায়তা কামনা ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ওআইসিবছরব্যাপী কর্মসূচিযুব রাজধানীস্বীকৃতি উদযাপন