পাবনায় মোটর শ্রমিকদের আর্থিক সহযোগীতা

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫০ মোটর শ্রমিককে ব্যক্তিগত ভাবে ৫০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পাবনা জেলা মোটর শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. কামিল হোসেন।

আজ রবিবার কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে তিনি এই উপহার প্রদান করেন। এসময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মোটর শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই ব্যক্তিগতভাবে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এসময় তিনি সমাজের বিত্তবানদের সমাজের অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।