গৌরীপুরে জিরো ফাইভ এসএসসি ব্যাচ ত্রান নিয়ে অসহায়দের পাশে

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

কমল সরকার’গৌরীপুর : কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত বিধি নিষেধে অনেকেই কর্মহীন, শ্রমজীবি মানুষের কাজ নেই, দু:স্থ-অসহায়রাও পড়েছেন সংকটে। এই দুর্যোগকালীন সময়ে ১শ পরিবারকে ঈদ উপহার দিলেন এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা।
জানা গেছে, এসএসসি ২০০৫ ব্যাচ’র উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে রিকশা, অটো চালকসহ নানাবিধ নি¤œ শ্রমজীবি ১শ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ২০০৫ ব্যাচের শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মুক্তাদির শাহিন, পৌর তাঁতীলীগের আহবায়ক যোবায়ের সোহান, সদস্য সচিব শ্রীকান্ত সাহা, ফয়সাল আহমেদ সাগর, এস এম অনন্ত, লিমন এস, অনিক ঘোষ, নজরুল মিয়া, অনিক দেবনাথ, অপরুপ সরকার চঞ্চল, সাজেদুর রহমান হানিফ, মুনিম প্রমুখ।