৯৯৯ এ ফোন পেয়ে আত্মহত্যা প্রচেষ্টাকারী গৃহবধূকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : ‘জাতীয় জরুরী সেবা’ ৯৯৯ নম্বরে এক আত্মহত্যা প্রচেষ্টাকারী এক গৃহবধূর ফোন কলে তাকে উদ্ধার করে টহল গাড়ীতে হাসপাতালে পৌঁছে দিল ডিএমপি’র কামরাঙ্গীরচর থানার পুলিশ।

শনিবার দিবাগত রাত দুইটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা’ ৯৯৯ নম্বরে এক মহিলা কলার ঢাকার কামরাঙ্গীরচর থেকে ফোন করে জানায়, কিছুদিন পূর্বে গর্ভপাত হয়ে তার একটি সন্তান নষ্ট হয়ে যায়, এ নিয়ে স্বামীর সাথে তার মনোমালিণ্য হয়। আজ তাকে তার স্বামী ও স্বামীর ভাবী অনেক গালিগালাজ করেছে ও মারধর করেছে।

কলার আরও জানান, তার সাত বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি একজন আইনজীবী।

কলার জানান, তিনি মানসিক ভাবে অত্যন্ত বিপর্যস্ত, তিনি আর বেঁচে থাকতে চাননা, তিনি বিশটি ঘুমের ট্যাবলেট খেয়েছেন। তিনি মরতে চলেছেন, তার এই মৃত্যুর জন্য তার স্বামী আর স্বামীর ভাবী দায়ী। কলার তার অবস্থান জানাতে অনীহা প্রকাশ করলেও ৯৯৯ কৌশলে তার অবস্থানটি জেনে নেয়। এক পর্যায়ে কলার তার ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ৯৯৯ থেকে তাকে ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি কামরাঙ্গীরচর থানার ওসি ও ডিউটি অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে ভোর পৌণে চারটায় কামরাঙ্গীরচর থানার এস আই মোর্শেদ ৯৯৯ কে জানান, তারা ঘটনাস্থল হতে অচেতন অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পুলিশের টহল গাড়ীতে করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান এবং হাসপাতালের ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা দ্রুততার সাথে ভিক্টিমের পাকস্থলী পরিষ্কার করেন। ভিকটিম বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় আছেন। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।