খুলনায় জঙ্গী সংগঠন আল্লাহর দল’র রিপনসহ ৫ সক্রিয় সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ আতিয়ার রহমান,খুলনা ; খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার এলাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ আল্লাহর সরকার’ এর ০৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৬, গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহরদল’ ‘আল্লাহর সরকার’ এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারী রাখা হয়। র্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল ২৯ ডিসেম্বও গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে কেএমপি, খুলনার লবণচরা থানাধীনএলাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর একটি গোপন বৈঠক চলছে। গপোন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, খুলনার একটি বিশেষ দল অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর সদস্য যশোর কমান্ডার নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), পিতা-মৃত-লিয়াকত আলী খাঁ, সাং-কাঞ্চনপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ ২। যশোর জেলার যুগ্ন জেলা নায়েক মোঃ মুকুল হোসেন (৩৬), পিতা-মৃত-জামাল বিশ্বাস,সাং-সন্তেষনগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ৩। যশোর জেলার সহ জেলা নায়েক মোঃ ইয়াছিন আলী (৩৮), পিতা-মৃত-চাঁন মিয়া সিকদার, সাং-বাহাদুরপুর উত্তর গোলদার পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। থানা নায়েক মোঃ শুকুর আলী (২৯), পিতা-আব্দুল আজিজ বিশ্বাস, সাং-আরবপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৫। গ্রাম নায়েক মোঃ সোহানুর রহমান সোহান (২৩), পিতা-মোঃ সাহেব আলী, সাং-আরবপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোরদের’কে ১। হ্যান্ডনোট ০৩টি ০১টি ফাইল মামলা বিষয়ক টিপস্ সংক্রান্ত ০১টি লিফলেট দোকান ঘর ভাড়া চুক্তিপত্র ০১টি শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত হ্যান্ডনোট ০১টি বৈঠকের বিস্তরীত বিবরণী ০১ সেট উগ্রবাদী কবিতা ০১ পাতা হাতে লেখা সংগঠনের কার্যবিধি ০১ পাতাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমেদলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), জানায় যে, সে মামুন নামক এক ব্যক্তির মাধ্যমে ঝিনাইদহ জেলায় থাকাকালীন মতিন মেহেদীর নেতৃত্বাধীন “আল্লাহর দল” সংগঠনে বায়াত এর মাধ্যমে যোগদান করে। এর ১০-১৫ দিন পরেই সে যশোর চলে আসে। তৎকালীন সময়ে মতিন মেহেদীর মাধ্যমে যশোরে যারা ছিলেন তাদের সাথে যোগযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। ১০/১২/১৭ ইং সালে সে উপসহ বিভাগীয় নির্বাহী পদে পদোন্নতি পায়। উক্ত পদটি সংগঠন থেকে বিলুপ্তি করায় বর্তমানে সে যশোর জেলার জেলা নায়েক পদে নিয়োজিত আছে। বর্তমানে যারা সংগঠনের বিভিন্ন পদে আছে তাদের সাথে মোবাইলে/সাক্ষাতে দেখা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার যুগ্ন জেলা নায়েক মোঃ মুকুল হোসেন (৩৬), জায়ায় যে, সে গত ১৩/১১/২০০৫ ইং সালে ফিরোজ নামক এক ব্যক্তির মাধ্যমে মতিন মেহেদীর “আল্লাহর দল” সংগঠনে বায়াতের মাধ্যমে যশোর জেলার সদস্য পদে যোগদান করে। এর দুই মাসের মধ্যেই সে সদস্য পদ থেকে যুগ্ন জেলা নায়েক পদে পদোন্নতি পায়। এরপর সে যশোর জেলার কায়েমখোলা নামক এলাকার দায়িত্ব পায় । দায়িত্বপ্রাপ্ত হয়ে ডাক্তারি পেশার পাশাপাশি বিভিন্ন জনকে দাওয়াত প্রদান এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে র্যাব জানান। চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২৭ মাদকসেবির জেল-জরিমানা Share this:FacebookX Related posts: খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য আটক খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ খুলনায় ‘মাস্ক নাই যার, বাজার নাই তার কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content অপরাধ বিষয়: আল্লাহর দলখুলনায়জঙ্গী সংগঠনরিপনসহ ৫সক্রিয় সদস্য গ্রেফতার