গাইবান্ধায় ট্রাক খাদে পড়ে নিহত ১৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২০ অনলাইন ডেস্ক : গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা যায়, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক রংপুরে আসছিল। ট্রাকের ওপর ২০ জনের বেশি মানুষ ছিল। দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম। ট্রাক ও রড সরাতে গিয়ে ১৩ জনের মৃতদেহ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না যে রডের নিচে এতগুলো মৃতদেহ পড়ে আছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ওই বাহনে যারা ছিলেন, তারা এই লকডাউনের মধ্যে বাস বন্ধ থাকায় রাতের ট্রাকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে ধারণা করছি। দুর্ঘটনার সময় সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। Share this:FacebookX Related posts: প্রধানমন্ত্রীর দেওয়া শীতাতপ এ্যাম্বুলেন্স পেল দিনাজপুরের ৩ উপজেলা কুড়িগ্রামে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি তরুণ নিহত গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ গ্রেফতার জুনে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু: রেলপথ মন্ত্রী গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন উলিপুরে তথ্যে গরমিলের কারণে ৮ হাজার ৭৫৭ হতদরিদ্র পরিবার টাকা পায়নি গোটা বিশ্ব থমকে গেলেও দেশে উন্নয়নমুলক কাজ চলছে : নৌ প্রতিমন্ত্রী ঢাকায় আনা হচ্ছে আহত ঘোড়াঘাট ইউএনওকে ঘোড়াঘাট ইউএনও আহত হয়েছেন ডাকাতের হামলায় তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে প্যারেডে অংশ নিতে ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল SHARES Matched Content জাতীয় বিষয়: গাইবান্ধায়ট্রাক খাদে পড়েনিহত ১৩