পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় আবারো মার্কেট বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বুধবার (২০ মে) থেকে পঞ্চগড়ে মার্কেট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সকাল ১০টা থেকে বিপণী-বিতান, জুতা ও কসমেটিক্সের দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বাজার খোলা থাকবে।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় করোনার বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহণ করে জেলা প্রশাসন।

জরুরি সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় ব্যবসায়ীদের সাথে জরুরি সভা করে বিপণী-বিতান, জুতা ও কসমেটিক্সের এর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে বিপণী-বিতান, জুতা ও কসমেটিক্সের এর দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।