ভারতে একদিনে ৫৬১১ জন আক্রান্তের রেকর্ড, মৃত ১৪০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ২০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : আবারও একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড দেখল ভারত। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৫ হাজার ৬১১ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস, মারা গেছেন আরও ১৪০ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৫০ জন। মারা গেছেন মোট ৩ হাজার ৩০৩ জন। এদিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৬২ শতাংশ। দেশটিতে এ পর্যন্ত মোট ৪২ হাজার ২৯৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ভারতে করোনা সংক্রমণের ক্ষেত্রে মহারাষ্ট্রের পর সর্বোচ্চ আক্রান্ত এখন তামিলনাড়ুতে। মঙ্গলবার রাজ্যটিতে ৬৮৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪৮ জন। এছাড়া গুজরাটে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪০ জন। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ঘরে ফেরা অভিবাসী শ্রমিকদের ভেতর বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে অন্তত ৫০ জন শ্রমিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার। এনডিটিভি। Share this:FacebookX Related posts: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার নিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু একদিনে ১২৯০ জনের মৃত্যুর খবর জানালো চীন ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ভারতে ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু-শনাক্ত টিকা গ্রহণে ভারতে একজনের মৃত্যু, ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৫৬১১ জন আক্রান্তের রেকর্ডএকদিনেভারতেমৃত ১৪০