সংসদের বাজেট অধিবেশন বসছে ১০ জুন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : চলতি জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামী ১০ জুন শুরু হবে। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকাল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী অধিবেশন হবে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১১ জুন সংসদ অধিবেশনে আগামী ২০২০-২০২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। সংসদে আলোচনা শেষে ৩০ জুন তা পাস হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে এবার সংসদ অধিবেশন সংক্ষিপ্ত হবে। একই কারণে গত অধিবেশন মাত্র এক দিনের জন্য বসেছিল। গত ১৮ এপ্রিল মাত্র সোয়া এক ঘণ্টায় অধিবেশনটি শেষ হয়। এর আগে ২২ মার্চ আহ্বান করা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।

সূত্র জানায়, প্রতিবছর খসড়া বাজেট অনুমোদনের জন্য সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের দিনে সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। এবারও অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হবে। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খসড়া বাজেট অনুমোদন করার পর তা সংসদে পেশ করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে বাজেটের খসড়া প্রস্তাব তৈরির কাজ শেষ হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই মধ্যে তা সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। তবে নতুন বাজেটের আকার বাড়ছে। সেক্ষেত্রে আগামী বাজেট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে। আগামী বাজেটের সবকিছুর সঙ্গেই করোনার প্রভাবকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।