৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক ; মানিকগঞ্জে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ওই সময় ঘাটে আটকে থাকা হাজার খানেক প্রাইভেটকার ও মাইক্রোবাস উল্টোপথে ফিরিয়ে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ৮টি ফেরি দিয়ে জরুরি পন্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পাড় করা হচ্ছে।

এদিকে ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে কঠোর নজরদারিতে রেখেছে পুলিশ। জেলার প্রবেশপথের চেকপোস্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে।