পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে ৪টি ফেরি দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করা হয়। রোববার রাত থেকেই ঘাট এলাকায় ১৫শ ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস এবং ৪ শতাধিক ট্রাক জমা হয়। বেলা ১১টার দিকে বুকিং কাউন্টারে কিছু বিক্ষব্ধ যাত্রী ও যানবাহন চালকরা ভাংচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিল্লুর রহমান বলেন, পুলিশ ঘাটে আসা যানবাহনগুলোকে উল্টো পথে ফেরত পাঠিয়ে দিয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে দুটি ফেরি দিয়ে শুধুমাত্র জরুরি পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করা হবে।