আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকের নির্বাচন সম্পন্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে ৭৭৮ জনের মধ্যে ৬৫৫ জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে অবাধে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে। ভোটগ্রহণ সকাল নয় টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে। সম্পাদকসহ নয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হলেও এ দিন সভাপতি,সাংগঠনিক ও কোষাধ্যক্ষ পদে ভোট হয়। এতে সভাপতি টিপু সুলতান চেয়ার(৩৪৬) ,সাংগঠনিক মকছেদুর রহমান মই(৩৯৫) ,কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মন্টু বাস(৩৩১) ভোট পেয়ে বিজয়ী হয়। পরাজিত প্রার্থীরা তাদের পরাজয় মেনেনিয়ে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মর্মে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শতকরা ৮৪.১৯ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছে। পটিয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার বেসিক ট্রেড কোর্সের পরিক্ষা সম্পন্ন Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ১২জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষের আত্রাইয়ে সামাজিক দূরুত্ব বাস্তবায়নে মাঠে ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে বন্যার পানিতে জেলেদের মাছ শিকারের ধুম পড়েছে আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়েইমারত নির্মাণ শ্রমিকনির্বাচন সম্পন্ন