দায়িত্ব গ্রহণের পরেই ডিএসসিসি’র ২ শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পরে অফিসের প্রথম দিন রোববার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। চাকরিচ্যুত হওয়া দুই কর্মকর্তা হলেন, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ‘ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।’ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান। Share this:FacebookX Related posts: ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে: তাপস নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : তাপস ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস মশকনিধনে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে, বাস্তবায়ন শুরু : তাপস মশকনিধনে নতুন পরিকল্পনার কার্যক্রম শুরু: তাপস ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: তাপস করোনার ধাক্কায় ডিএসসিসির ৫ প্রকল্পের কাজে ধীরগতি উন্নত কোনো দেশের সড়কে বেওয়ারিশ কুকুর পাওয়া যায় না: তাপস নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেব: তাপস করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত SHARES Matched Content জাতীয় বিষয়: -তাপসচাকরিচ্যুত করলেনডিএসসিসি’রদায়িত্ব গ্রহণের পরেইশীর্ষ কর্মকর্তাকে