ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার ও মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য তিনি দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করবেন না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মেয়র বলেন, এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। এ জন্য যদি কাউকে বিদায় দিতে হয় তাতেও পিছপা হবো না। রবিবার (১৭ মে) সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই বার্তা দেন। সভার শুরুতেই তিনি জাতির পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় হত্যার শিকার জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরকারের বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিটি করপোরেশনের কার্যক্রম আইন, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করা হবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে এটি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন। তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে কর্মকর্তারা আন্তরিকভাবে সততার সাথে সেবার মনোভাব নিয়ে নগরবাসীর সেবাদানে এগিয়ে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকও উপস্থিত ছিলেন। এর আগে তিনি আজ সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : তাপস ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে: তাপস জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: তাপস ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি SHARES Matched Content জাতীয় বিষয়: -তাপসগড়তে চানডিএসসিসিকেদুর্নীতিমুক্তপ্রতিষ্ঠান হিসেবে