ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : এবার করোনা ভাইরাসের হানা এবার ভারতের রাষ্ট্রপতি ভাবন রাইসিনা হিলস। সেখানে দায়িত্বপালনকারী এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, ওই পুলিশ সদস্যকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ধরা পড়ার পর রাষ্ট্রপতি ভবনের বহু কর্মী ও পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়র শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। তারপর ১১৫টি বাড়ির সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কোনও সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের মোট ৯১ হাজার ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৮৯৭ জন মারা গেছেন।