বাঙালীর জাতিরাষ্ট্র গঠনে মমতাজ বেগমের অবদান অবিস্মরণীয়: মোস্তাফা জব্বার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রবিবার এক শোকবার্তায় বলেন, অধ্যাপক মমতাজ বেগম ছিলেন বাঙালীর জাতি রাষ্ট্র গঠনের একজন সাহসী যোদ্ধা। বায়ান্নোর ভাষা আন্দোলন, ছেষট্রির ছয়দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তার গৌরবোজ্জ্বল অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এসব আন্দোলনে তিনি যে কেবল একা অংশ নিয়েছেন তাই নয়, বরং মেয়েদের অংশগ্রহণের জন্য নেতৃত্ত্ব দিয়েছেন ও অভিভাবকের দায়িত্ব পালন করে তাদের যোদ্ধা হবার পরিবেশ সৃষ্টি করেছেন। তার নেতৃত্ত্বে বাংলাদেশ ছাত্রলীগের তরুণীরা যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশ নিয়েছে সেটি ছিলো অবিস্মরণীয়। মন্ত্রী বলেন, যুদ্ধোত্তর কালেও মমতাজ বেগম দেশ গঠনে ও মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে অকুতোভয় লড়াই করেছেন। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য গঠিত নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নারী উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ নারীর ক্ষমতায়নে একজন বীর সেনানীকে হারাল। তার শুন্যতা পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। Share this:FacebookX Related posts: জাতি নতুন আশা নিয়ে বরণ করবে ২০২০ সালকে ২০২৩ সালে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : মোস্তাফা জব্বার বাংলা ভাষা বাঙালির রক্তের সাথে মিশে আছে : মোস্তাফা জব্বার বঙ্গবন্ধু বিস্ময়কর নেতৃত্বের একজন মহামানব : মোস্তাফা জব্বার আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: অবিস্মরণীয়জাতিবাঙালীরমমতাজ বেগমের অবদানমোস্তাফা জব্বাররাষ্ট্র গঠনে