আত্রাইয়ে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: করোনাভাইরাস সংকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এক হাজার নি¤œআয়ের পরিবার, কর্মহীন, সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ,সাবান ১টি, ডাল ও তেল ৫০০ গ্রাম করে খাদ্যসামগ্রী ঘরে ঘরে সরকারি সাহায্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম। বিতরণকালে এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দু নারায়ন চৌধুরী ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ত্রাণের জন্য কাউকে ঘড়ের বাইরে বের হতে হবে না। সরকারি সাহায্য-সহযোগিতা পৌঁছে দেয়া হবে। যতদিন করোনা সংকট শিথিল না হচ্ছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে ততদিন সরকারের তরফ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।