মানিকগঞ্জে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাাখায় মানিকগঞ্জের হরিরামপুরে ৪ কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. বিল্লাল হোসেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সকল দোকান-পাট বন্ধ রাখার ঘোষণার মধ্যেও দোকান খোলা রাখায় লাবণ্য বস্ত্রালয়ের আল-আমিন, সিমান্ত ফ্যাশনের সুজিত কুমার, মোল্লা বস্ত্রালয়ের আব্দুর রউফ ও দেওয়ান শপিং সেন্টারের সাব্বির বস্ত্রালয়ের মিজানুর রহমানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।