তিন দিন ধরে থানায় বাকপ্রতিবন্ধী নিতে আসেনি কেউ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে অপরিচিত বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে থানায় পৌছে দিয়েছেন গ্রাম পুলিশের এক সদস্য। গত ৩দিন যাবৎ ওই ব্যক্তিটির কোনো সন্ধ্যান না হওয়ায় সাপাহার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি খাতা-কলমে আঞ্চলিক ভাষায় বেশ কিছু লেখালেখি করলেও শুধু ‘রুবেল ও তৈয়ব’ দুটি নামের অক্ষর স্পষ্ট লিখতে পারেন। তার কাছে থাকা একটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন পুলিশি হেফাজতে রয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গত বুধবার রাতে উপজেলার আইহাই গ্রামে বাকপ্রতিবন্ধী (বোবা) ব্যক্তিটির অবাদ ঘোরাফেরা দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক চৌকিদার আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। গত ২ দিন যাবৎ থানা হেফাজতে রেখে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করে যাচ্ছি। তবে খাতা কলমে বেশ কিছু লেখালেখিতে কিছু আঞ্চলিকতা ফুটে উঠেছে এতে অনুমান করা হচ্ছে তার বাড়ী খুব সম্ভবত রংপুর অঞ্চলে।

হালুয়াঘাটে শুভ‘বড়দিন’ ইংরেজি নববর্ষ ও থার্টিফাস্ট নাইটকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা