রাজশাহী অঞ্চলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : মাঠ পর্যায়ে কর্মীদের নমুন সংগ্রহে গাফিলতি বা ত্রুটির কারণে প্রতিদিন কাঙ্খিত সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে। এতে নষ্ট হচ্ছে কিট, নষ্ট হচ্ছে সময়। সন্দেহভাজনরাও থেকে যাচ্ছেন পরীক্ষার বাইরে। এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে লোকজনের বাজারে অবাধ চলাচলেও এ অঞ্চলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের।

এদিকে দিন যতোই গড়াচ্ছে এই অঞ্চলে আক্রান্তদের পাশাপাশি সন্দেহভাজন সংক্রমিতদের সংখ্যা জ্যামিতিক হার বৃদ্ধি পাচ্ছে, নমুনা জট বাড়ছে করোনা পরীক্ষা ল্যাবে। নমুনা সংগ্রহ জটিলতার এক মাস পেরিয়ে গেলেও এ বিষয়ের কোন সুরাহা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এমনকি তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।

রামেকের করোনা পরীক্ষা ল্যাবে প্রতি সিফটে ৯৪ জনের নমুনা পরীক্ষ করা সম্ভব। অথচ প্রতিদিন এই ল্যাবে নতুন নমুনা আসছে ১৫০ থেকে ২০০ জনের। ল্যাবটিতে টেকনোলজিস্টের অভাবে এক সিফটের বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যমান জনবল নিয়েই ল্যাব সংশ্লিষ্টরা প্রায়ই দুই সিফটে নমুনা পরীক্ষার কাজ করছেন; তবে তা অনিয়মিত।

ল্যাবে আসা নমুনাগুলোর মধ্যে পরীক্ষার পর উল্লেখযোগ্য সংখ্যক নমুনার ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ল্যাব সংশ্লিষ্টদের দাবি নমুনগুলো যথাযথ নিয়ম মেনে সংগ্রহ না করায় পরীক্ষার বাইরেই থেকে যাচ্ছে সংক্রমণের সন্দেহে থাকা ওই সকল নমুনা। এতে করে ল্যাবে সময় নষ্ট হচ্ছে একই সাথে নষ্ট হচ্ছে কিট।

গত মঙ্গলবার রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে ৯৪ জনেন নমুনা পরীক্ষার জন্য পিসিআর মেশিনে তোলা হয়। তবে এর মধ্যে ফল পাওয়া গেছে মাত্র ৪২ জনের। বুধবার ৯৪ জনের মধ্যে ফল পাওয়া গেছে ৫২ জনের। এর আগে রবিবার দুই সিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য দেয়া হলেও ফল পাওয়া গেছে ১৭০ জনের। ল্যাবে নমুনা পরীক্ষার এ চিত্র প্রায় প্রতিদিনের।

মাঠ পর্যায়ে থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাব পর্যন্ত নিয়ম মেনে না পাঠানোর কারণে সবগুলো নমুনার ফল পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন ল্যাব সংশ্লিষ্টরা। ৯৪ জনরে নমুনার মধ্যে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২৫ শতাংশ নমুনা পরীক্ষা করা সম্ভভ হচ্ছে না নমুনাগুলোতে ত্রুটি থাকার কারণে। আর নমুনার ফল সময়মতো না পাওয়া যাওয়ায় একদিকে যেমন সংক্রমণের ঝুঁকি বাড়ছে তেমনি নষ্ট হচ্ছে মূল্যবান কিট (রিএজেন্ট) ও ল্যাবের সময়।

করোনা পরীক্ষা ল্যাব সংশ্লিষ্টদরে দেয়া তথ্য মতে, একটি নমুনা সংগ্রহ করে তা ল্যাব পর্যন্ত আনতে কয়েকটি ধাপ পা করতে হয়। ধাপগুলোর মধ্যে রয়েছে, প্রথমত যে বস্তুর সাহায্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে তা কতটুকু সঠিক? দ্বিতীয়ত কোন পন্থায় সংরক্ষণ করে ও তা কতো সময় পর ল্যাবে আনা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ও উপজেলা পর্যায়ের স্থাস্থ্য কর্মীদের থেকে পাওয়া তথ্য মতে, উপজেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের হেলথ ওয়ার্কার (ইপিআই) দিয়ে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবলুএইচও) থেকে নির্দেশনা দেয়া আছে নমুনা সংগ্রহে মেডিকেল টেকনোলজিস্টদের সম্পৃক্ত করতে। তবে বহুদিন থেকেই বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধ থাকায় এই বিভাগে জনবল সংকট প্রকোট আকার ধারণ করেছে।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, প্রযুক্তি নির্ভর যে কোন বিষয়ের ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ত্রুটি স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে এ ক্ষেত্রে কোন নমুনা ফেলা দেয়া হচ্ছে না। যে নমুনার ফল পাওয়া যাচ্ছে না তা দ্বিতীয় দিন আবারো পরীক্ষা করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় আমদের সকল স্তরের স্বাস্থ্য কর্মীরাই আন্তরিকতার সাথে কাজ করছে।

তবে নমুনা সংগ্রহে ত্রুটির বিষয়ে কোন মন্তব্য করতে চাননি রাজশাহী অঞ্চলের স্বাস্থ বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য।

এদিকে রাজশাহী বিভাগে প্রতিদিন জ্যামিতিক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আক্রান্ত বৃদ্ধি পেয়েছে ৮ জন। এদিন স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে রাজশাহী বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৬৯ জন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।