জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আনিসুজ্জামান। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শোক বার্তায় আনিসুল হক বলেন, অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষাক্ষেত্রে বাঙালি জাতির জন্য ছিলেন আশীর্বাদস্বরুপ। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। কোন কিছুর বিনিময়েই এই ক্ষতি পূরণ হবার নয়। বাঙালি জাতি তাঁর অবদান চিরকাল স্মরণ রাখবেন। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।