
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ক্ষুদেবার্তায় তিনি জানিয়েছেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।’ ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।