হালুয়াঘাটে নিন্মআয়ের মানুষের মাঝে সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ১২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একখন্ড জমিও অনাবাদী রাখা যাবেনা মর্মে বসত বাড়ির আশেপাশে/পতিত জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যে নিন্মআয়ের মানুষের মাঝে বিভিন্ন প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌরশহরের কোর্ট ভবন চত্বরে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪৭৪ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ প্রমূখ।