হালুয়াঘাটে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের কম্বল বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাত আটটা থেকে শুরু করে গভীর রাত অবদি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলার মুজাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের প্রায় ত্রিশটি পরিবারের মাঝে ও পৌর শহরের বিভিন্নস্থানে দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম।

ইউএনও রেজাউল করিম বলেন, মানীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত কম্বল নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে ভাসমান শ্রমজীবি ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ গ্রহন করেন।

মুজাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্ধা হালিমা খাতুনসহ স্থানীয়রা বলেন, রাতের আধারে আমাদের খোজ খবর নিয়ে কম্বল প্রদান করায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লায় উনার মঙ্গল করবেন। এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

হালুয়াঘাটে অভিনব কৌশলে মাদক পাচার ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১