ভালুকায় আরও একজনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১১, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে ইব্রাহিম খলিল (২৭) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে গাজীপুরের ভিয়েলা টেক্্রটাইল কারখানায় ইলেকট্রিক টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।

জানা যায়,গত ১০দিন পূর্বে সে গাজীপুর থেকে গ্রামের বাড়ীতে আসেন। করোনার উপসর্গ থাকায় গত ১০ মে রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে ঐদিন রাতে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ইব্রাহিম খলিল কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের নৈমদ্দিনের ছেলে। এনিয়ে ভালুকায় পুলিশ সদস্য সহ মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে নিহত হয়েছে দুইজন।