গৌরীপুরে পুলিশের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ১১, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : করোনা সংকটের ক্রান্তিলগ্নে কর্মহীন হয়ে ঘরবন্ধী মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে।এরি মাঝে এসেছে পবিত্র রমজান মাস। দিনমজুর,রিক্সা,ঠেলা,অটো চালকসহ হতদরিদ্র অনেক মানুষ কর্ম না থাকায় চরম কষ্টে দিন কাটাচ্ছে।
রোযা রেখে তাদের ইফতার করার সামর্থ্যও থাকে না। এক্ষেত্রে (১০ মে) রবিবার ৩ শতাধিক অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান।

সেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র সার্বিক সহায়তায় পুলিশ প্রশাসনের উদ্যোগে পৌরসভার ৭নং ওয়ার্ডের পাছের কান্দা গ্রামে কর্মহীন, ঘরবন্দী ৩শ অসহায় লোকজনের মাঝে রান্না করা প্যাকিটিং ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান’ এসআই নজরুল ইসলাম’ এ এস আই আক্তারউজ্জমান সুমন’ ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন’এসো গৌরীপুর গড়ি সংগঠনের সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব’ সহ-সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম কাঞ্চন’ শংকর ঘোষ পিলু’ অশোক কুমার সুমন’ সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন’ হুমায়ুন কবির’ কামাল তালুকদার প্রমুখ।