উলিপুরে কর্মহীন মানুষের মাঝে আশা’র খাদ্য সহায়তা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা আশা। সোমবার সকালে আশা’র উলিপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ২’শ পরিবারের জন্য এসব খাদ্য সামগ্রীর প্যাকেট উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের নিকট হস্তান্তর করা হয়।

পরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার এসব পবিরারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি করে চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক লিটার সয়াবিন তেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, আশা উলিপুর অঞ্চলের আরএম মো. আকবর আলী, কুড়িগ্রাম সদর অঞ্চলের আরএম সুরেশ চন্দ্র সরকার, কুড়িগ্রাম টেক্সটাইল অঞ্চলের আরএম পূর্ন চন্দ্র রায়, উলিপুর-১ ব্রাঞ্চের সি. বিএম মো. সেকেন্দার আলী, সি. এবিএম ভূপেন চন্দ্র সরকার, উলিপুর-২ ব্রাঞ্চের সি. বিএম মো. তাজুল ইসলাম, উলিপুর-৩ ব্রাঞ্চের সি. বিএম মো. ইব্রাহীম আলীসহ ব্রাঞ্চের সকল কর্মীবৃন্দ।