রায়পুরায় আশার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরায় কারোনা পরিস্থিতিতে আশার পক্ষ থেকে ৩.২ মেট্রিকটন খাদ্য সামগ্রীকে ২০০ ব্যাগে রুপান্তরিত করে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ দরিদ্র, নিন্ম আয়ের পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বিয়াম ল্যাবরেটারি স্কুলে এসব খাদ্য সহায়তা প্রদান করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। আশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ম্যানেজার মো: শাহজাহান আলী বিশ্বাস, রায়পুরা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো: ফিরোজ মিয়া, রায়পুরা সদর ব্রাঞ্চ-১ এর বিল্লাল হোসেন, রায়পুরা-১ ব্রাঞ্চ ম্যানেজার মো: মোক্তার হোসেন, রায়পুরা-২ মাসুদ কবির, হাসিমপুর মো: রুহুল আমিন, সায়দাবাদ মো: মনিরুজ্জামান, মাহবুবুল আলম প্রমূখ।

আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: শাহজাহান আলী বিশ্বাস জানান, আশার নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্থ দরিদ্র, নিন্ম আয়ের প্রতিটি পরিবারের জন্য আশার পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ও ১ লিটার সয়াবিন তৈল। এছাড়াও ইতিমধ্যে আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ক্ষতিগ্রস্ত দরিদ্র, নিন্ম আয়ের পরিবারের জন্য ১৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।