আটোয়ারীতে স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ‘মুজিব বর্ষের উদ্দীপন- আনসার ভিডিপি আছে সারাক্ষণ’ শ্লোগান নিয়ে দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তিন শত তালিকাভুক্ত দুস্থ্য স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা করা প্রদান করা হয়েছে।

পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সোমবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।

আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম উপস্থিত থেকে করোনা ভাইরাস সংক্রমন হতে রক্ষা পেতে আমাদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রেখে খাদ্য সহায়তার প্যাকেজ বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: হারুন অর রশিদসহ গণমাধ্যমকর্মী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।