এসপি আপনাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০ অনলাইন ডেস্ক : শনিবার (৯ মে) ঘড়ির কাঁটা তখন বেলা ১১টা। কালীগঞ্জ থানার ভেতরে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানো দিন আনে দিন খায় এমন বেশ কিছু মানুষ। তাদের মধ্যে রয়েছে কামার, কুমার, জেলে, মাঝি, নরসুন্দর, সুইপার, মুচি, বেদে, রিক্সা চালক ও ভ্যান চালক। তাদের সবাইকে আগেরদিনই ফোন করা হয়েছিল ওই থানায় উপস্থিত থাকার জন্য। লাইনে দাঁড়ানো মানুষগুলোর চোখে-মুখে কেমন যেন ভয় আর উৎকন্ঠা। এমন সময় হঠাৎ করেই কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম ও থানার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হাজির। অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার আপনাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন। আপনারা সবাই কষ্ট করে নিয়ে যাবেন। এরপরই সাদা বস্তার একটি প্যাকেটে প্রত্যেকের হাতে খাদ্য উপহার ধরিয়ে দেওয়া হলো। মূহুর্তেই হত দরিদ্র মানুষগুলোর চোখে-মুখ থেকে ভয় কেটে, ফুটে উঠল হাসি আর আনন্দের ঝিলিক। সত্যিই তাই! এসপি শামসুন্নাহারের পক্ষে প্যাকেট ভর্তি খাদ্য উপহার দিলেন কালীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা তাদের করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেন। এজন্য আগামীতেও প্রধানমন্ত্রী ঘোষিত সাহায্যের পাশাপাশি গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। নবী হোসেন নামের এক রিক্সা চালক এসপি’র দেওয়া খাদ্য উপহারের প্যাকেট খুলে দেখলেন তাতে চাল, ডাল, ছোলা, তৈল, পেঁয়াজ, আলু ও সাবান রয়েছে। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যে পুলিশের ভয়ে থাকি, সেই পুলিশ এই দুর্দিনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এসপি স্যারের প্রতি আল্লাহর কাছে দোয়া রইল’। শুধুমাত্র নবী হোসেন নন, এসপি শামসুন্নাহারের পক্ষ থেকে দিন আনে দিন খায় এমন হত দরিদ্র উপজেলার ২শত পরিবারের হাতে খাদ্য উপহার তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, নভেল করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সমাজে খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে এসপি নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষদের পাশে থাকা অতি আনন্দের। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে জেলা পুলিশের এ কার্যক্রম চলতে থাকবে। এসপি শামসুন্নাহার সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, এই পরিস্থিতিতে অসহায় লোকজনের পাশে বিত্তবানরা দাঁড়াবেন। Share this:FacebookX Related posts: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র্যালি খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আপনাদের জন্যএসপিখাদ্য উপহার পাঠিয়েছেন