হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশন উদ্যোগে পরিবহণ শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ৯, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষণা করায় হালুয়াঘাটে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক পরিবহন চালক ও সহকারীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের হালুয়াঘাট শাখা কার্যালয়ের নব-র্নিমিত ভবনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন ও হাতধোয়ার একটি সাবান।

বিতরণ কার্যক্রমে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ, আ.ন.ম সাদেকুর রহমান নঈম, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, নূর নবী, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিয়াজ উদ্দিন (রজব আলী), সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল গণি, ছাত্রদল নেতা ফয়সাল, রেফাজ, লাভিন,হিরা, দেলোয়ার, মাহমুদুল প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ সময় শ্রমিক নেতারা বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনায় পরিবহন সেক্টর বন্ধ হয়ে যায়। আর এ কারণে এই মাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েন। এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন পরিবহন চালক ও হেলপারদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এ খাদ্য সহায়তা দিয়ে সালমান ওমর রুবেল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন।