হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে শুভ বড়দিন পালিত

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট  : ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে শুভ বড়দিন পালন করা হয়েছে। উপজেলার বিড়ইডাকুনি উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার সকালে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন (ক্রিস্টমাস ডে) উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়সহ সর্বসাধারণ। এ সময় বিশেষ প্রার্থনা করান ফাদার ফিদালিজ লেংমিন পাল পারুহিদ, বড়দিন উদযাপন উপলক্ষে গির্জায় বাহারি রং এর রঙিন বাতি,বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে পিঠা ও বিশেষ খাবারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্ঠান এসোসিয়েশনের সহ- সভাপতি ও ময়মনসিংহ-১,(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,সহকারী কমিশনার ( ভূমি ) তানভীর আহাম্মেদ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।

পাশাপাশি হালুয়াঘাট প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে শুভ বড়দিন উপলক্ষ্যে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সমাধি স্থলে পুস্পস্তর্বক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং সাংসদ জুয়েল আরেংকে শুভ বড়দিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংঘঠনটির সভাপতি আল-আমিন (আলম), সাধারণ সম্পাদক মানিক মিঞা,সাংগঠনিক সম্পাদক সাব্বির মিঞা, আব্দুল মান্নান,বাবুল মিয়াসহ সংঘঠনটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম অনলাইন পত্রিকার আপডেট এর কাজ চলমান