শয়ন কক্ষ থেকে বিদেশ ফেরত ছেলে ও মায়ের মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ৯, ২০২০ অনলাইন ডেস্ক ; নওগাঁর রাণীনগরে মা রাশেদা বেগম (৫৫) ও বিদেশ ফেরত ছেলে মোঃ আসলাম হোসেনের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রাশেদা বেগম উপজেলার গোনা ইউনিয়নের গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং আসলাম হোসেন তার ছেলে। শনিবার পুলিশ নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, এদিন সকালে মা ও ছেলের কোন সাড়া শব্দ না পাওয়ায় তাদের ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মেঝেতে মায়েরও মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তাদের মৃতদেহ উদ্ধার করে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, নিহত আব্দুস সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। গত একবছর পূর্বে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। ধারনা করা হচ্ছে শনিবার ছেলের গলায়দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে তিনিও স্টোক করে মারা যান। তবে ছেলে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো তা এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: পাবনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার আত্রাইয়ে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার আত্রাইয়ের বিভিন্ন স্থানে এমপির রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান লাইফ সাপোর্টে এমপি ইসরাফিল আলম: পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা জয়পুরহাটে বিএসএফকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবির নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: বিদেশ ফেরত ছেলে ও মায়েরমরদেহ-উদ্ধারশয়ন কক্ষ থেকে