মির্জাগঞ্জে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ৭, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে সুন্দ্রা কালিকাপুর গ্রামের পায়রা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহঃবার (৭মে) বিকাল ০৩ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জালের মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

জব্দ জালগুলো জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহর উপস্থিতিতে রাত ৭টায় পায়রাগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা মো:জাহাঙ্গীর মিয়া মির্জাগঞ্জ থানার এএসআই নজরুল ইসলামসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ ব্যাপারে, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া জানান, উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। উপজেলার সকল নদ-নদীতে নিয়মিত আমাদের এ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।