করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৩৮ লাখ

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ৭, ২০২০

অনলাইন ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন দুই লাখ ৬৫ হাজার ০৭৬ জন। আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৩ লাখ ০২ হাজার ৮৯১ জন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৬৩ হাজার ০৯২ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মারা গেছেন ৭৪ হাজার ৭৯৯ জন।

এরপর সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাজ্যে। দেশটিতে এ পর্যন্ত ৩০ হাজার ০৭৬ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ১ হাজার ১০১ জন। মৃতের সংখ্যায় তৃতীয় ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৬৮৪ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।