রৌমারীতে কোনো রাজাকার নেই: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্ক; কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটাও রাজাকার নেই বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। ৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রৌমারী ছিল মুক্তাঞ্চল। বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল রৌমারীতেই।এই রৌমারী থেকে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।প্রতিমন্ত্রী আরো বলেন, রৌমারীতে কোনো ভালো নেতা না থাকায়, এই রৌমারী মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পায়নি। রৌমারী ‘মুক্তাঞ্চল’ রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, আমি একমাত্র সংসদে তুলে ধরে ছিলাম। রৌমারী উপজেলা মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করার আশ্বাস দেন তিনি।

https://dainiksomoysangbad24.com/news/1163

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি।অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা পরিষদ চেযারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমূখ।