বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৬, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে আকষ্মিক কালবৈশাখি ঝড়ে গাছ চাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সাথে কালবৈশাখি ঝড়ে বসত ঘরের উপর গাছ চাপা পড়ে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
নিহত ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, কালবৈশাখি ঝড়ে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের তৈরি ঘরের উপরে পড়ে। এসময় ওই ঘরে থাকা তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন। ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করে সাহায্য দেয়া হবে। গাছ চাপা পড়ে নিহত মাদ্রসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।