পানিতে পড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ৬, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহীতে পানিতে পড়ে ছোট্ট এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম রাজ, বয়স মাত্র দুই বছর। তার বাবার নাম মিরাজ হোসেন।

পরিবারের সদস্যরা জানান, কেবল হাঁটা শিখেছে রাজ। দুপুরে সবার অগোচরে হেঁটেই বাড়ির বাইরে চলে যায়। এ সময় পাশের খালের পানিতে পড়ে যায় সে। বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। দুর্ঘটনায় শিশুর মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।