পাঁচবিবিতে ৮৯০ পিচ অ্যাম্পুলসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৮৯০ পিস ইনজেকশন অ্যাম্পুলসহ (নেশা জাতীয়) মাদকবিক্রেতা দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওদা সরদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।তারা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী মিতু আক্তার।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সরদারপাড়া এলাকায় থেকে মাদকবিক্রেতা ওই দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে নেশা সৃষ্টিকারী অ্যাম্পুলগুলো জব্দ করা হয়।এদিকে আটকদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এবার লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার স্বীকৃতি পেল বাংলা