তারাই চূড়ান্ত

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্কঃ  ঢাকা দুই সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আর উত্তর সিটি করপোরেশনের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।অপরদিকে শনিবার সন্ধ্যায় ঢাকার দুই সিটিতে বিএনপির দুই প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়। ঢাকা উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।

https://dainiksomoysangbad24.com/news/1136

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গেলো রোববার (২২ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।