নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মে ৫, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তাস্থ কলেজটির ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, দু’টি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩-৭দিন চলবে এ ডেমো টেস্ট। এরপর রোগীর নমুনা সরাসরি এ ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রতিটি উপজেলা থেকে নমুনা সংগ্রহের পর নির্দিষ্ট এ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজে আসবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। কলেজে সরাসরি কোন নমুনা সংগ্রহ করা হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করোনা পরীক্ষারনোয়াখালীতেল্যাব উদ্বোধন